কাল থেকে খুলছে সাদা পাথর পর্যটনকেন্দ্র

কাল থেকে খুলছে সাদা পাথর পর্যটনকেন্দ্র

কাল থেকে খুলছে সাদা পাথর পর্যটনকেন্দ্র

পানি বৃদ্ধি ও আবহাওয়ার কারণে বন্ধ ঘোষণা করা সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র ‘সাদা পাথর’ আবার খুলে দেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে পর্যটন কেন্দ্রটি খুলবে। বৃহস্পতিবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পর্যটন উন্নয়ন কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

এক বিজ্ঞপ্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুনন্নাহার জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কোম্পানীগঞ্জ উপজেলাধীন সাময়িক বন্ধকৃত ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটের অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, প্রবল বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে পর্যটন কেন্দ্র পানিতে নিমজ্জিত হয়ে যায়। গত ৩০ মে সাদা পাথর পর্যটনকেন্দ্র বন্ধের ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পর্যটন কেন্দ্র থেকে পানি নেমে যাওয়ায় এক সপ্তাহের মধ্যে আবার তা খুলে দেওয়া হল।

ডিএস/আরএ

Explore More Districts