নেছারাবাদে মাল্টা বাগানে মিলল ব্যবসায়ীর বিবস্ত্র ঝুলন্ত মরদেহ

নেছারাবাদে মাল্টা বাগানে মিলল ব্যবসায়ীর বিবস্ত্র ঝুলন্ত মরদেহ

৫ June ২০২৫ Thursday ৫:১৩:৩৮ PM

Print this E-mail this


নেছারাবাদ ((পিরোজপুর) প্রতিনিধি:

নেছারাবাদে মাল্টা বাগানে মিলল ব্যবসায়ীর বিবস্ত্র ঝুলন্ত মরদেহ

পিরোজপুরের নেছারাবাদে সাধন দাস (৩২) নামে এক ব্যবসায়ীর বিবস্ত্র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জুন) গভীর রাতে বাড়ির পাশে সন্ধ্যা নদী সংলগ্ন একটি মাল্টা বাগানে কাউফল গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাধন দাস উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের বিনায়েকপুর গ্রামের ২নং ওয়ার্ডের মৃত শংকর দাসের ছেলে। তিনি নিহতের পরিবার ও স্ত্রী সরস্বতী রানী দাস জানান, মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে বাসা থেকে তিনি বের হয়ে যান। 

দুপুরের বাসায় না ফেরায় তার সঙ্গে যোগাযোগের অনেক চেষ্টা করা হয়। এরপর রাতেও বাসায় না আসায় প্রতিবেশীরা মিলে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পিছনে সন্ধ্যা নদীর পাশে একটি মাল্টা বাগানের ভিতরে কাউফল গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়। প্রতিবেশী সুজিত এবং সাগর তার মরদেহ দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে ছুটে এসে সাধনের ঝুলন্ত দেহ দেখতে পান। পুলিশ খবর পেয়ে রাত আনুমানিক ১২টার দিকে তার মরদেহ থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা পলাশ দাশ জানান, সাধন দাস বাড়ির পাশে শেয়ারে মুড়ি তৈরি করার ব্যবসা করে। মঙ্গলবার ঘরের কাউকে না বলে ১০টার দিকে বেরিয়ে যায়। 

রাতে বাড়িতে না আসলে তার পরিবার প্রতিবেশীকে জানালে এক পর্যায়ে মালটা বাগানে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে। মৃতের হাঁটু মাটিতে ও বিবস্ত্র ছিল। এই মৃত্যু রহস্যজনক।

স্থানীয় চৌকিদার মো. ইমরান হাওলাদার বলেন, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেই। মরদেহ থানায় নিয়ে গেছে। নেছারাবাদ থানার ওসি তদন্ত রাধেশ্যাম সরকার জানান, খবর পেয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। 

তিনি বলেন, ‘পরনের লুঙ্গি দিয়ে তার গলায় ফাঁস লাগানো ছিল। তার শরীরে আপাতদৃষ্টিতে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। এ ব্যাপারে পারিবারিকভাবে থানায় কোন অভিযোগ আসেনি।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts