লাক্স সুপারস্টার : রেজিস্ট্রেশনের বাকি আর মাত্র ৭ দিন!

লাক্স সুপারস্টার : রেজিস্ট্রেশনের বাকি আর মাত্র ৭ দিন!

লাক্স সুপারস্টার কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি একটি বিশ্বাসযোগ্য গ্রুমিং প্ল্যাটফর্ম। এই মঞ্চ থেকে উঠে আসা অনেক তারকাই আজ দেশের মিডিয়া ইন্ডাস্ট্রির প্রথম সারির মুখ। বাঁধন, মিম, মেহজাবীন, মম, বিন্দু, টয়া, তুশি, অর্ষা—এঁদের সবারই শুরুটা হয়েছিল লাক্স সুপারস্টারের সঙ্গে।
আপনারও যদি সুপারস্টার হওয়ার স্বপ্ন থাকে, তাহলে এখনই সুযোগ। রেজিস্ট্রেশনের সময় প্রায় শেষের দিকে। অভিনয়, স্টাইলিং, আর কনটেন্ট মেকিংয়ে প্যাশন থাকলে রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন www.luxsuperstar.com-এ।

Explore More Districts