চট্টগ্রাম একটি মার্কেটে নারী ক্রেতাকে লাঞ্চিতের ভিডিও চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেটের নামে চালিয়ে দেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেটের নামে মিথ্যা অপপ্রচার করায় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়।
বুধবার সকালে চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির নিজস্ব কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মোঃ মহসীন মিয়ার সভাপতিত্বে সমিতির সমন্বয়ক ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ বাহার, সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান আখন্দ, সহ-সভাপতি মিজানুর রহমান খান, সহ-সাধারণ সম্পাদক আল-আমিন খান, সোহেল মৃধা, সহ-সাংগঠনিক খালেদ মাহমুদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, সহ-দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক আলী হোসেন, সদস্য ইসহাক মিজি, দেলোয়ার হোসেন, আব্দুল আউয়াল শরীফসহ অনান্যরা উপস্থিত ছিলেন।
চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মহসীন মিয়া, বুধবার চাঁদপুরের একটি ফেইসবুক আইডি থেকে চট্টগ্রাম একটি মার্কেটে নারী ক্রেতাকে লাঞ্চিতের ভিডিওটি চাঁদপুরের রেলওয়ে হকার্স মার্কেটের ঘটনা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত। বৃহস্পতিবার সকালে সমিতির কার্যালয়ে এ বিষয়ে এক জরুরি সভা করা হয়েছে। যে ব্যক্তি এই কাজটি করেছে তাকে চিহ্নিত করা হয়েছে এবং সে অসাবধনতাবশত কাজটি করেছেন বলে ভুল স্বিকার করেছেন এবং ক্ষমা চেয়েছেন। আগামীদিনে কেউ যদি মার্কেটের নামে মিথ্যা অপপ্রচার করেন, তাহলে তার বিরুদ্ধে সমিতির পক্ষ থেকে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্টাফ রিপোর্টার,৪ জুন ২০২৫