টঙ্গীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত – Daily Gazipur Online

টঙ্গীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত – Daily Gazipur Online

অলিদুর রহমান অলি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে টঙ্গীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে।
টঙ্গী পশ্চিম থানা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে ৩০ শে মে শুক্রবার দুপুরে ৫৪ নং ওয়ার্ড মোক্তার বাড়ি রোডে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং তাঁর জীবনী ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন সরকার।
তিনি বলেন, “জিয়াউর রহমান শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন স্বাধীনতা যুদ্ধে এক সাহসী সেনানায়ক এবং দেশগঠনে এক দূরদর্শী রাষ্ট্রনায়ক। আজ তাঁর আদর্শকে সমুন্নত রাখাই আমাদের প্রধান দায়িত্ব।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন, পশ্চিম থানা বিএনপি সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আালেক, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, শেখ মোহাম্মদ শামীম রেজা, কাজলসহ যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
বক্তারা জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্বগুণ এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং এলাকার বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email

Explore More Districts