চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার ভাইকে কুপিয়ে হত্যা – Chittagong News

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার ভাইকে কুপিয়ে হত্যা – Chittagong News

চট্টগ্রামের সন্দ্বীপে মো. শিপন (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ জুন) বিকেলে উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাঁচ আইন্না গোপাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. শিপন (৪৫) মগধরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আনসারুল হকের ছেলে। তার বড় ভাই মো. সাখাওয়াত হোসেন ওরফে বকুল সন্দ্বীপের একটি ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানায়, শিপন নিজেও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার মুরগির খামার ছিল। ঘটনার দিন তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। এ সময় তার মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না। তবে পূর্ব শত্রুতার জেরে মোটরসাইকেল গতিরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার অভিযোগ সাপেক্ষে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচএস/সিটিজিনিউজ

Explore More Districts