বিনামূল্যে যেভাবে দেখবেন ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫’

বিনামূল্যে যেভাবে দেখবেন ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫’

বিনোদন ডেস্ক : দীর্ঘ অপেক্ষার পালা শেষ করে কয়েকদিন পরেই দেখা যাবে জনপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫’। দেখা যাবে ঈদুল আজহার দিনেই।

bachelor point season 5bachelor point season 5

এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্মাতা কাজল আরেফিন অমি। তিনি বলেন, গত ৪ সিজনের চেয়েও এবার বড় পরিসরে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন- ৫’।

জনপ্রিয় নাটকটির এবার ১২০টি এপিসোড থাকবে। ঈদের দিন থেকে বঙ্গতে ৮টি এপিসোড দেখা যাবে। এরজন্য বঙ্গ অ্যাপটি মাত্র ৪০ টাকায় সাবসক্রাইব করতে হবে।

তবে যারা টাকা খরচ ছাড়াই ব্যাচেলর পয়েন্ট দেখতে চান, তাদেরকে অপেক্ষা করতে হবে একমাস। পরের মাসে অর্থাৎ জুলাইয়ের প্রথম বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গ অ্যাপে আরও ৮ এপিসোড রিলিজ হবে। একইসঙ্গে বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও প্রথম এপিসোড রিলিজ পাবে এবং সাড়ে ৯টায় চ্যানেল আইয়ের পর্দায় প্রথম এপিসোড দেখা যাবে।

পরদিন (শুক্রবার) রাত ৯টায় বুম ফিল্মসের ইউটিউবে দ্বিতীয় এপিসোড রিলিজ হবে এবং সাড়ে ৯টায় চ্যানেল আইতে দেখা যাবে। এভাবে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে ইউটিউব ও টেলিভিশনে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’। শুরু থেকে প্রতিটি সিজনই ব্যাপক সাড়া ফেলে দর্শকের মাঝে। আর সিজন ৪ শেষ হতেই শুরু হয় দর্শকের সিজন ৫ এর জন্য অপেক্ষা।

Explore More Districts