টঙ্গীতে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে মিলাদ ও আলোচনা সভা – Daily Gazipur Online

টঙ্গীতে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে মিলাদ ও আলোচনা সভা – Daily Gazipur Online

মো: শাহজালাল দেওয়ান : গাজীপুর মহানগরীর টঙ্গী ৪৫ নম্বর ওয়ার্ডে বিএনপি এবং জাতীয়তাবাদী ওলামা দলের যৌথ উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও তবারক বিতরণের আয়োজন করা হয়।
শনিবার রাতে হাজীপাড়া বিএনপি কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন সানি।
এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা ওলামা দলের আহ্বায়ক মো আবু তাহের, সদস্য সচিব মো. হাফেজ আল আমিন, ৪৫ নং ওয়ার্ড বিএনপির নেতা মো. হারুন, ইমাম হোসেন পিংকু গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি ,আনোয়ার হোসেন, কোষাধক্ষ্য আকিজ পিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড মনির হোসেন, যুগ্ন আহবায়ক মৎস্যজীবী দল টঙ্গী পূর্ব থানা মোজাম্মেল হক সদস্য সচিব মো মিথুন সাবেক ছাত্রনেতা মো রফিকুল ইসলাম সাবেক যুগ্ন আহবায়ক টঙ্গি পূর্ব থানা ছাত্রদল টঙ্গী পূর্ব থানা বিএনপি ও ওলামা দলের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সৎ, নির্লোভ এবং আদর্শবান রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি ব্যক্তিগত জীবনে কোনো বাড়ি, গাড়ি বা সম্পদের মোহে পড়েননি বরং দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে গেছেন নিঃস্বার্থভাবে।
তাঁর জীবনদর্শন, দেশপ্রেম এবং নেতৃত্বের গুণাবলি আজও জাতির কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে। বক্তারা আরও জানান, তাঁর শাহাদাতের পর লক্ষ লক্ষ আলেম-ওলামা ও মাদ্রাসা ছাত্রগণ তাঁর গায়েবি জানাজায় অংশগ্রহণ করেছিলেন, যা জাতীয় আবেগ ও শ্রদ্ধার প্রতিফলন।
বক্তারা শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেন, তিনি যেন জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত হন।
আলোচনা শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email

Explore More Districts