মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রুপকার, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া ও খাবার বিতরণের আয়োজন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল চাঁদপুর জেলা শাখা।
সোমবার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে অসহায় গরীব, শ্রমিক ও রিক্সাচালকদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম। তিনি তার বক্তব্যে বলেন, গরীব অসহায়দের মাঝে খাবার বিতরণ এটি একটি মহৎ উদ্যোগ। দীর্ঘদিন পর কেন্দ্রীয় কমিটি ভাল একটি জেলা কমিটি উপহার দিয়েছেন। এইজন্য চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকদল দল ও দেশের জন্য কাজ করে যাচ্ছে। শহীদ জিয়ার আর্দশ ধারণ ও লালন করে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকদল কাজ করছে। আমি আশা করি ভাল কাজের সাথে আপনারা সবসময় থাকবেন। চট্টগ্রাম ও ঢাকার সমাবেশই প্রমান করেছে জেলা স্বেচ্ছাসেবকদল কতটা শক্তিশালী।
জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোঃ মাসুদ মাঝির সভাপতিত্বে ও সদস্য সচিব সামছুল আরেফীনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য, যুগ্ম আহ্বায়ক
ফজলুল হক পাটওয়ারী, ফজলুর রহমান, মাসুদ আখন্দ, মোতালেব মোস্তান, মাসুদ রানা, মোসলেহ উদ্দিন মাসুদ, সদস্য অ্যাড. জাবির হোসেন,
সুফিয়ান মিয়াজী, জাকির হোসেন, জসিম মোল্লা, নুরুল আমিন সোহাগ, সদর থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আবু হানিফ কাকন,
সদস্যসচিব জুনায়েদ খান, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার হামিদ, সদর থানা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হান্নান, যুগ্ম আহ্বায়ক মোঃ হাশেম গাজী, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন জমাদার, রফিকুল ইসলাম।
সংক্ষিপ্ত আলোচনাসভা শেষে প্রায় ২৫০ জন অসহায় গরীব, শ্রমিক ও রিক্সাচালকদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
স্টাফ রিপোর্টার,২ জুন ২০২৫