থিয়েটারে প্রশিক্ষণের পর ধীরে ধীরে কাজ শুরু করেন বিজ্ঞাপনচিত্র ও ওয়েব সিরিজে। সাকিব সালিমের সঙ্গে অভিনয় করেছেন ক্রাকডাউন সিরিজে। তবে এই যাত্রাপথ একেবারেই সহজ ছিল না। ক্যারিয়ারের শুরুর দিকে বহুবার প্রত্যাখ্যাত হয়েছেন তিনি। পলক বলেন, ‘শুরুতে প্রত্যাখ্যান খুব কষ্ট দিত। তবে পরে যখন একটি কাস্টিং সংস্থায় কাজ করতে শুরু করি, তখন বুঝি—প্রত্যাখ্যান কখনোই ব্যক্তিগত কিছু নয়। এটা মানে এই নয় যে আমি খারাপ অভিনেত্রী, বরং আমি হয়তো ওই চরিত্রের উপযুক্ত নই।’
