রুশ পারমাণবিক ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলা – DesheBideshe

রুশ পারমাণবিক ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলা – DesheBideshe



রুশ পারমাণবিক ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলা – DesheBideshe

মস্কো, ০১ জুন – রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত একটি কৌশলগত বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই ঘাঁটিতে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার বোমারু বিমান মোতায়েন ছিল। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটিই রাশিয়ার এই দূরবর্তী অঞ্চলে কিয়েভের প্রথম হামলা।

রোববার (১ জুন) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রুশপন্থি একাধিক মিলিটারি ব্লগার ও স্থানীয় কর্মকর্তাদের বরাতে সাইবেরিয়ার ইরকুৎস্ক অঞ্চলের বেলায়া বিমানঘাঁটিতে হামলার তথ্য পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঘাঁটির আকাশে ধোঁয়ার কুণ্ডলি ও বিস্ফোরণের শব্দ। ঘাঁটিটিতে রাশিয়ার টিইউ-৯৫ এবং টিইউ-২২ ধরনের বোমারু বিমান রাখা ছিল, যেগুলো ইউক্রেনের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলার জন্য ব্যবহৃত হয়।

ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসবিইউ এই হামলা চালিয়েছে বলে দেশটির একজন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, “আমরা ৪০টিরও বেশি রুশ সামরিক বিমান লক্ষ্য করে বড় ধরনের ড্রোন হামলা পরিচালনা করেছি।”

রাশিয়ার ইরকুৎস্ক অঞ্চলের গভর্নর ইগোর কোবজেভ বলেন, উসোলস্কি জেলার স্রেদনি গ্রামের কাছে একটি সামরিক ইউনিটে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। যদিও তিনি কৌশলগত বিমানঘাঁটির নাম উল্লেখ করেননি।

টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় কোবজেভ বলেন, “ঘাঁটির আকাশে ড্রোনের শব্দ শোনা গেছে এবং বিশাল ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে। এটি সাইবেরিয়ায় ইউক্রেনের প্রথম হামলা।”

ড্রোনগুলো কীভাবে উৎক্ষেপণ করা হয়েছিল সে বিষয়ে তিনি বলেন, “এগুলো একটি ট্রাক থেকে উৎক্ষেপণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

হামলার ফলে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ ও প্রভাব সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে এটি ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার গভীরে চালানো একটি সাহসী ও কৌশলগত হামলা বলে বিশ্লেষকরা মনে করছেন।

সূত্র: বার্তা ২৪.কম
আইএ/ ০১ জুন ২০২৫



Explore More Districts