টঙ্গীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত – Daily Gazipur Online

টঙ্গীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত – Daily Gazipur Online

অলিদুর রহমান অলি: মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
শনিবার (৩১ মে) রাতে টঙ্গীস্থ হোসেন মার্কেট পরিচালনা কমিটির আয়োজনে সাবেক ছাত্রনেতা, হোসেন মার্কেট পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মোঃ শাহীন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কার্যকরী সভাপতি ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব সালাউদ্দিন সরকার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মূল্যবোধ ও আদর্শচর্চার প্রয়োজনীয়তা তুলে ধরেনে তাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানান। তিনি বলেন, শহীদ জিয়া শুধু একজন রাষ্ট্রনায়ক নন, বরং একজন সংগ্রামী মুক্তিযোদ্ধা ও প্রগতিশীল রাষ্ট্রদর্শনের পথিকৃৎ ছিলেন।
সভায় বক্তারা উল্লেখ করেন, দেশের সার্বভৌমত্ব, স্বনির্ভরতা ও গণতান্ত্রিক চেতনা প্রতিষ্ঠায় শহীদ জিয়ার অবদান আজও প্রাসঙ্গিক। তরুণ প্রজন্মের রাজনীতিকদের তার জীবনাদর্শ ও কর্মপন্থা থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মত দেন।
আলোচনায় আরও বলা হয়, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই শহীদ জিয়ার রাজনৈতিক দর্শনের মূল নির্যাস। এ সময় জাতীয়তাবাদী দর্শনের ভিত্তিতে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানানো হয়।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন।
উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জিয়া পরিষদ সাবেক সভাপতি এ্যাডঃ এনামূল হুদা সরকার মনির, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক এস এম রাসেল, যুবনেতা সৌমিক সরকার, ৪৮ নং ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি মোঃ নাজিম উদ্দিন , গাজীপুর মহানগর জাতীয়তাবাদী প্রজন্ম দলের নেতা দেলোয়ার হোসেন রানা, হোসেন মার্কেট পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক জুয়েল মাল, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সোহেল রানা চমন, গাজীপুর মহানগর শ্রমিক দলের সদস্য এম শাহাবুদ্দিন মোল্লা, ৪৮ নং ওয়ার্ড বি,এন,পির সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুল, যুবনেতা সোহেল, রিফাত প্রমুখ।
আলোচনা সভায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

Explore More Districts