হোয়াটসঅ্যাপ ওয়েবে আসছে মিডিয়া হাব টুল, যে সুবিধা পাওয়া যাবে

হোয়াটসঅ্যাপ ওয়েবে আসছে মিডিয়া হাব টুল, যে সুবিধা পাওয়া যাবে

ডব্লিউএবেটাইনফোর তথ্যমতে, এরই মধ্যে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা সংস্করণে টুলটির নমুনা যুক্ত করা হয়েছে। টুলটি চালু হলে হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্করণের সাইড প্যানেলে ‘কমিউনিটিজ’ বিভাগের নিচে ‘মিডিয়া হাব’ ট্যাব দেখা যাবে। ট্যাবটিতে ক্লিক করলেই আলাদা আলাদা বিভাগে ছবি, ভিডিও, ডকুমেন্ট এবং ওয়েব লিংক দেখা যাবে।

Explore More Districts