চুনারুঘাটে পানিতে ডুবে সহোদর ভাইবোনের মৃত্যু – Habiganj News

চুনারুঘাটে পানিতে ডুবে সহোদর ভাইবোনের মৃত্যু – Habiganj News

হবিগঞ্জের চুনারুঘাটে পানিতে ডুবে দুই সহোদর ভাইবোনের মৃত্যু।

চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশি ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই সহোদর ভাইবোনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ মে) বিকাল ২টায় উপজেলার পশ্চিম বড়াব্দা গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। নিহতরা হলো উপজেলার পশ্চিম বড়াব্দা গ্রামের মোঃ আরজু মিয়ার দুই সন্তান ছেলে প্রাক-প্রাথমিকের ছাত্র মোঃ নবী হোসেন (৫) ও তার মেয়ে ২য় শ্রেণীর ছাত্রী মোছাঃ সাদিয়া খাতুন (৮)। নিহতের পিতা আরজু মিয়া জানান, সাদিয়া খাতুন ও নবী হোসেন দুপুর দিকে বাড়ির উঠানে খেলাধুলা করছিলো। হঠাৎ তাদের খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে আশেপাশের বাড়িতেও তাদের খোঁজা হয়। সর্বশেষ সন্দেহবশত বাড়ির পাশের পুকুরে নেমে তল্লাশি করা হয়। এ সময় ডুবন্ত অবস্থায় তাদের লাশ পাওয়া যায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম।

Explore More Districts