কাল থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

কাল থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গ্রাহকদের তথ্যের নিরাপত্তার স্বার্থে ফের বড় সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ। আগামীকাল অর্থাৎ পয়লা জুন থেকে বেশ কিছু অ্যান্ড্রয়েড এবং আইফোন মডেলে আর কাজ করবে না এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ। আপনার হ্যান্ডসেটটি কি এই তালিকায় রয়েছে? চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত।

whatsapp update not workingwhatsapp update not working

প্রথমে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল, মে মাস থেকেই হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে দিনক্ষণ বদলে জুন মাস থেকে পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

কোন ভার্সনের ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হবে?

মেটা জানিয়েছে, যেসব ফোনে iOS 15 এবং তার আগের ভার্সান বা অ্যান্ড্রয়েড ৫.০ এবং তার আগের ভার্সান রয়েছে, সেইসব ফোনে হোয়াটসঅ্যাপ আর কাজ করবে না

হোয়াটসঅ্যাপ সাপোর্ট বন্ধ হচ্ছে যেসব ফোনে:

  • আইফোন ৫

  • আইফোন ৬

  • আইফোন ৬ প্লাস

  • আইফোন ৬ এস

  • আইফোন ৬ এস প্লাস

  • আইফোন এসই (ফার্স্ট জেনারেশন)

  • স্যামসাং গ্যালাক্সি এস৪

  • স্যামসাং গ্যালাক্সি নোট ৩

  • সোনি Zperia Z1

  • এলজি জি২

  • হাওয়াই এসেন্ড পি৬

  • মোটো জি (ফার্স্ট জেনারেশন)

  • মোটোরোলা Razr HD

  • মোটো ই ২০১৪

কী করবেন এখন?

তবে এই হ্যান্ডসেটগুলো পরিবর্তনের আগে অবশ্যই দেখে নিন, ফোনটি আপডেট করা সম্ভব কিনা। যদি দেখেন সফটওয়্যার আপডেটের অপশন এখনো আছে, তাহলে iOS 15.1 বা তার পরবর্তী ভার্সান এবং অ্যান্ড্রয়েড ৫.১ বা তার পরবর্তী ভার্সানে আপডেট করলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যাওয়া যাবে অনায়াসে।

সৃষ্টি হতে চলেছে পৃথিবীর ষষ্ঠ মহাসাগর

আসলে হোয়াটসঅ্যাপ অ্যাপটিও নিয়মিত সফটওয়্যারের সঙ্গে আপডেট হয়। যাতে অ্যাপ ব্যবহারের সময় আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে। ফলে ফোনের সফটওয়্যার আপডেট বন্ধ হলে, হোয়াটসঅ্যাপ পরিষেবাও বন্ধ হয়ে যায়।

Explore More Districts