কোরবানীকে সামনে রেখে সীতাকুণ্ডে গ্রামে গ্রামে খামারে গরু লালন পালন করে বড় করেছে ছোট বড় অনেক উদ্যোক্তা।
ফলে স্থানীয়রা কোরবানী করার জন্য সহজেই গরু ক্রয় করতে পারছে গ্রামে। সরেজমিনে দেখা যায় কুমিরা কাজি পাড়া গ্রামের উদ্যোক্তা আবুল হোসেন প্রতি বছরের ন্যায় এবারও প্রায় অর্ধশত গরু বিক্রি করার জন্য রেডি করেছে। আবুল হোসেন জানান ৯/১০ মাস আগে ছোট গরু কিনে লালন পালন করে এখন বড় করেছি। ১লক্ষ থেকে ৩ লক্ষ টাকার মধ্যে পাওয়া যাবে পছন্দের গরু। আগামী মঙ্গলবার কুমিরা হাটে নিয়ে যাবে গরু গুলো। কিন্তু তিনি বেশীর ভাগ গরু কজি পাড়া খামারেই রেখে গরু বিক্রি করবে।
প্রতিনিয়ত বিভিন্ন এলাকা থেকে গরু কিনতে আসতে দেখা গেছে গ্রামের খামার গুলোতে। স্থানীয় হৃদুয়ান জানান জুমার নামাজ পড়ে গ্রামের গরুর খামারে গরু দেখতে আসলাম। গরু পছন্দের মধ্যে আছে। একই ভাবে গরু দেখতে আসা বাবলু সাহেব এসেছিল গরু দেখতে তিনিও জানান গরুর দাম সাধ্যের মধ্যে আছে । আমরা গ্রাম থেকেই গরু নিব। উদ্যোক্তা খামার আবুল হোসেন আরও জানান ইতিমধ্যে কয়েকটা গরু বিক্রি করেছে। গরুর পাশাপাশি ছাগলও রেখেছেন তিনি।একই ভাবে গুলআহমেদ, আকিলপুর, বোয়ালিয়াকুল,বাঁশবারিয়া,নুনাবিল,বাড়বকুণ্ড, শুকলালহাট,ছোট দারোদারোগার হাট,এলাকায়ও উদ্যোক্তাদের গরুর খামারে ভিড় করছে ক্রেতারা।
এসসি/সিটিজিনিউজ