বিএনপি কি তাহলে এক দফার আন্দোলনে গেল

বিএনপি কি তাহলে এক দফার আন্দোলনে গেল

মোটাদাগে আলোচনার ফলাফল শূন্য। দুই পক্ষই যে নিজ নিজ অবস্থানে অনড়, জাপান সফরে থাকা প্রধান উপদেষ্টার বক্তব্যে তা স্পষ্ট। তিনি বলেছেন, একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়। অথচ বিএনপির এক নেতা জানালেন, তাঁদের দলসহ ৩০টি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে। অন্যদিকে ডিসেম্বরের পর নির্বাচনের পক্ষে আছে ১৩টি দল। 

আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির এক দফার আন্দোলন ছিল নির্দলীয় সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে। আন্দোলন করতে গিয়ে দলের বহু নেতা-কর্মী জেল-জুলুমের শিকার হয়েছেন। আওয়ামী লীগ সরকার বিএনপির দাবি অগ্রাহ্য করে চব্বিশে একটি প্রহসনের নির্বাচন করলেও শেষ রক্ষা হয়নি। আগস্টে গণ-অভ্যুত্থানে তাদের বিদায় নিতে হয়েছে। 

বিএনপির আক্ষেপ, অন্তর্বর্তী সরকারের আমলেও তাদের রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে যথাসময়ে নির্বাচনের দাবিতে। আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির দাবি ছিল সুষ্ঠু নির্বাচনের। এখনকার দাবি যথাসময়ে সুষ্ঠু নির্বাচনের।

বুধবারের সমাবেশে বিএনপির নেতারা প্রশ্ন তুলেছেন, অতীতে তত্ত্বাবধায়ক সরকারগুলো যদি তিন মাসের মধ্যে ভালো নির্বাচন দিতে পারে, অন্তর্বর্তী সরকার কেন ১৬–১৭  মাসে পারবে না? 

Explore More Districts