ইউরোপীয় ইউনিয়নের প্রধান রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের দিকে ইঙ্গিত করে বলেন, ‘দীর্ঘদিন ধরে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের কারণে যে নিশ্চিত ব্যবস্থা তৈরি হয়েছিল, তা ভেঙে গেছে।’ স্নায়ুযুদ্ধ-পরবর্তী সময়ে ইউরোপের প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার প্রসঙ্গ টেনে
ভন ডার লেন বলেন, ‘ভেবেছিলাম, শান্তির সুবিধাভোগী হয়ে থাকতে পারব। কিন্তু সেই সময় শেষ হয়ে গেছে। তিনি হুঁশিয়ার করে বলেন, বিশ্ব এখন আবার সাম্রাজ্যবাদী উচ্চাশা ও যুদ্ধের ছায়ার মধ্যে চলে গেছে।
ইইউ প্রধান বলেন, ‘আমাদের উন্মুক্ত গণতান্ত্রিক সমাজের প্রতিপক্ষরা আবার নিজেদের সজ্জিত করেছে, সংগঠিত হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্মম ও নিষ্ঠুর যুদ্ধের চেয়ে বড় উদাহরণ আর কিছু হতে পারে না।’
ভন ডার লেন বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন এবং সদস্য রাষ্ট্রগুলো শত শত বিলিয়ন ইউরো প্রতিরক্ষা ব্যয়ে বিনিয়োগ করছে, যা সময়ের পরিবর্তনের ইঙ্গিত দেয়। আমরা এটি করছি শান্তিকে রক্ষা করার জন্য আমাদের সর্বোচ্চটা দেওয়ার উদ্দেশ্যে।’ তিনি আরও বলেন, ‘এই দশকে একটি নতুন আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে উঠবে। যদি আমরা শুধু এর ফলাফল মেনে নিতে না চাই, তাহলে আমাদেরকেই এই নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে।’