কান চলচ্চিত্র উৎসবে যে স্যুট পরেছেন, সেটার ওপর আল আমিন এঁকেছেন বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। ‘আলী’র পোস্টারেও দেখা যায় শাপলা। কেননা আলী চরিত্রটির সঙ্গে গভীর যোগ আছে শাপলার। তাই কান চলচ্চিত্র উৎসবে আলীর পরনের স্যুটের শাপলা যেমন আলীর প্রতিনিধিত্ব করেছে, তেমনি বাংলাদেশেরও। এই স্যুট আল আমিন পরেছেন উৎসবের শেষ দিন অর্থাৎ পুরস্কার ঘোষণার দিন।
কান চলচ্চিত্র উৎসবে আপনার স্যুটের শাপলা দেখে লোকে কী বলল?
শুনে আল আমিন বললেন, ‘জিজ্ঞেস করেছে, কে এঁকেছে! যখন বলেছি, আমি; তখন ওরা বলেছে, তুমি ভালো অ্যাক্টরের পাশাপাশি দুর্দান্ত পেইন্টারও বটে! শুনে আমি হাসি।’