কর্ণফুলী থানার তদন্ত কর্মকর্তা সাফিউলকে বদলি – দৈনিক আজাদী

কর্ণফুলী থানার তদন্ত কর্মকর্তা সাফিউলকে বদলি – দৈনিক আজাদী

চট্টগ্রামের কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাফিউল ইসলাম পাটোয়ারীকে বদলি করা হয়েছে। তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (২৪ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

বদলির আদেশে বলা হয়, “চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নিম্নবর্ণিত নিরস্ত্র পুলিশ পরিদর্শককে জনস্বার্থে তার নামের পাশে বর্ণিত স্থানে বদলি/পদায়ন করা হলো। আদেশটি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে এবং তা অবিলম্বে বাস্তবায়নযোগ্য।”

তবে কী কারণে এই বদলি, তা আদেশে উল্লেখ করা হয়নি। তবে নিয়মিত বদলি বলে দাবি পুলিশের।

Explore More Districts