- নারায়ণগঞ্জ, শহরের বাইরে, সিদ্ধিরগঞ্জ
- জুলাই বিপ্লবে আরও একটি হত্যা মামলা : আসামি হাসিনা সহ সাবেক মন্ত্রী-এমপিরা
সিদ্ধিরগঞ্জে কিশোর হত্যা : চারজন গ্রেফতার
- আপডেট টাইম : মে, ২৪, ২০২৫, ৪:১৬ অপরাহ্ণ
- 125 পড়েছেন
নারায়ণগঞ্জ প্রতিদিন: :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে তর্কা তর্কির এক পর্যায়ে কিশোর গ্যাংয়ের ছুরি আঘাতে মোঃ আব্দুল্লাহ খান রায়হান (১৬) নামের এক কিশোরকে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে সিদ্ধিরগঞ্জে দক্ষিণ কদমতলী ডিএন্ডডি লেকপাড় এলাকায়। এ ঘটনায় শনিবার (২৪ মে) সকালে অভিযান চালিয়ে হ্রদয় (৩০), মোঃ সাব্বির (১৮), মোঃ আতিক (২২) ও মো: আলামিন (২০) নামের চারজনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ শাহীনুর আলম এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত রায়হান তার বাবার সঙ্গে এসি সার্ভিসিংয়ের কাজ করতো। ঘটনার দিন বিকেলে তার বন্ধুদের সঙ্গে ডিএনডি লেক পাড়ের ক্লাব চত্বরে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘবদ্ধ একটি কিশোর গ্যাং তাদের ওপর চড়াও হয় এবং হামলা চালায় । আহতাবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ খাঁনপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৪ জনকে আটক করা সহ মামলা রুজু করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।