ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত – DesheBideshe

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত – DesheBideshe



ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত – DesheBideshe

আবুধাবি, ২৩ মে – পবিত্র ঈদুল আজহার প্রস্তুতি নিতে শুরু করেছেন মুসলিম জাহান। আরবি জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। এ ঈদের চাঁদ দেখা যাবে কবে তা জানিয়েছে আরব আমিরাত।

শুক্রবার (২৩ মে) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞ ইব্রাহিম আল জারওয়ান জ্যোতির্বিদ্যার হিসাবের ভিত্তিতে জিলহজ মাসের চাঁদ দেখার সম্ভাব্য তারিখ জানিয়েছেন। তিনি জানান, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী ২৮ মে বুধবার জিলহজ মাস শুরু হতে পারে। এ হিসাবে, মধ্যপ্রাচ্যে আগামী ৬ জুন শুক্রবার উদযাপিত হতে পারে ঈদুল আজহা।

আল এমারাত আল ইয়াওম নামের আরবি সংবাদপত্রকে আল জারওয়ান বলেন, ২৭ মে মঙ্গলবার আমিরাতের স্থানীয় সকাল ৭টা ২ মিনিটে জিলহজ মাসের নতুন চাঁদ উদিত হবে। সূর্যাস্তের সময় চাঁদ আকাশে থাকবে এবং প্রায় ৩৮ মিনিট দৃশ্যমান থাকবে। এ সময় চাঁদ দেখার জন্য যথেষ্ট।

তিনি জোর দিয়ে বলেন, চাঁদ দেখার মাধ্যমে ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা ইসলামি শরিয়ার নীতিমালার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই প্রদান করে থাকে।

এর আগে খালিজ টাইমস জানায়, কাতারে ছুটি শুরু হবে জিলহজ মাসের ৯ তারিখ থেকে, যা ইসলামে আরাফাত দিবস হিসেবে পরিচিত এবং অন্যতম পবিত্র দিন হিসেবে বিবেচিত।

যেহেতু ইসলামিক বর্ষপঞ্জি চাঁদ দেখার ওপর নির্ভর করে, তাই এখনো কাতারে ঈদের নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি। ঈদুল আজহা পালিত হয় জিলহজ মাসের ১০ তারিখে। সে অনুযায়ী, কাতারে ঈদের সম্ভাব্য দিন হতে পারে ৬ জুন।

২৭ মে সন্ধ্যায় কাতারের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। ওইদিন চাঁদ দেখা গেলে ৬ জুন ঈদ হবে, আর যদি চাঁদ না দেখা যায়, তাহলে ঈদ উদযাপন হবে ৭ জুন।

সূত্র: কালবেলা
এনএন/ ২৩ মে ২০২৫



Explore More Districts