টানা দ্বিতীয় ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করলো চট্টগ্রাম বিভাগ – Chittagong News

টানা দ্বিতীয় ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করলো চট্টগ্রাম বিভাগ – Chittagong News

ময়মনসিংহের বিপক্ষে দূর্দান্ত জয়ে এক ম্যাচ হাতে রেখেই নারী অনুর্ধ ১৮ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করলো চট্টগ্রাম বিভাগ। 

‎শুক্রবার সকালে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেহেরুন্নেসা জয়ার দল জয়লাভ করে ৫২ রানে। আর টানা দুই ম্যাচ জেতায় খ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত হলো তাদের। গ্রুপের শেষ ম্যাচে রোববার চট্টগ্রাম লড়বে ঢাকা বিভাগের সাথে।

‎শুক্রবার সকালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলো চট্টগ্রামের ক্যাপ্টেন জয়া। দুই ওপেনার ভালই খেলছিলেন। প্রথম ৫ ওভারে কোন উইকেট না হারিয়ে চট্টগ্রামের সংগ্রহ ২৮ রান। কিন্তু পরের ওভারেই ৪র্থ বলে বোল্ড হয়ে যায় নুসরাত তন্নী(১৮)। এরপর ক্রিজে নেমে ৪ বলের ব্যবধানে বিবি আয়েশা শূন্যতে রানআউট হয়ে গেলে কিছুটা চাপে পড়ে চট্টগ্রাম। দলীয় রান তখন ২ উইকেটে ৩৪। কিন্তু সেখান থেকে ২৬ বলে ৪০ রানের দারুণ এক ইনিংস খেলে দলকে মজবুত অবস্থানে নিয়ে যায় লেকি চাকমা। অবশ্য দলীয় ১১১ রানে লেকি আউট হবার ঠিক পরের বলেই ওপেনার ইশা রহমান ৩৭ রান করে আউট হয়ে গেলে আবারও ছন্দ পতন হয় চট্টগ্রামের রান মেশিনে। অবশ্য শেষদিকে শারমিনের মূল্যবান ২৭ ও পূরবীর ৯ রানে ভর করে জয়ার দল ১৫১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। প্রতিপক্ষে মহিমা ২ টি ও জান্নাত পায় ১ টি উইকেট।

‎জবাবে ময়মনসিংহ বিভাগ পুরো ২০ ওভার খেললেও ৪ উইকেটে মাত্র ৯৯ রান করতে সমর্থ হয়। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৫৯ রান করে শিরিনা খাতুন। আর চট্টগ্রামের ক্যাপ্টেন জয়া ৪ ওভার বল করে মাত্র ১১ রান দিয়ে নেয় মূল্যবান ২টি উইকেট। আর বাকি দু’টি উইকেট ঝুলিতে পুরে চিত্রিতা ও মিশু। খেলায় অবশ্য প্লেয়ার অব দ্যা ম্যাচ বিবেচিত হয় অলরাউন্ডার ইশা রহমান।

এসসি/সিটিজিনিউজ 

Explore More Districts