বেতাগীতে আ. লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

বেতাগীতে আ. লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

২২ May ২০২৫ Thursday ১০:৫৩:২২ AM

Print this E-mail this

Warning: Trying to access array offset on null in /home/amdrbari/domains/amaderbarisal.com/public_html/wp-content/themes/newsbee/news.php on line 6


বেতাগী ((বরগুনা) প্রতিনিধি:

বেতাগীতে আ. লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

বরগুনার বেতাগীতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান বাদলের বিরুদ্ধে সরকারি রাস্তার জমি দখল করে টয়লেট নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। বেতাগী সদর ইউনিয়নের ঝোপখালী গ্রামের আব্দুর রহমান প্যাদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর বরাবরে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের মাধ্যমে জানা গেছে, বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান বাদল ঝোপখালী গ্রামের ১০ নম্বর মৌজার ১৪১০ নম্বর খতিয়ানের সরকারি জমি দখল করে পায়খানা ভবন নির্মাণ করেন সরকারি রাস্তা দখল করেন।

এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সরকারি রাস্তার জমি দখল করে পাকা টয়লেট ভবন নির্মাণ করেছে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান বাদল। এই ব্যাপারে আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান বাদল বিরুদ্ধে ঝোপখালী গ্রামের এলাকাবাসীর পক্ষে আ. রহমান প্যাদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে গত রবিবার (১৮ মে) লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে ঝোপখালী গ্রামের বাসিন্দা সাবু (৪৭) বলেন, ‘৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান বাদল আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় ক্ষমতার দাপটে এসব সরকারি জমি দখল করেছে। একই এলাকা ঝোপখালী গ্রামের বেল্লাল হোসেন (৪৪) বলেন, সরকারি জমি দখল করে নিজের ব্যবহার করার জন্য টয়লেট ভবন নির্মাণ করেছে।

এর সঠিক তদন্তপূর্বক আইনগত নেওয়ার দাবি জানাচ্ছি।’

জানতে চাইলে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাহবুবুর রহমান বাদলের মোবাইল ফোনটি বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার বলেন, ‘সরকারি জমি কেউ দখল করতে পারবে না। অভিযোগের বিষয়টি সঠিক তদন্ত করে সত্যতা প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts