চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ আহত হয়েছেন। আজ বুধবার (২১ই মে) উপজেলার বরুমছড়া ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় দূর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- বাঁশখালী উপজেলার চাম্বল এলাকার ছৈয়দ নূর (৩৬), একই উপজেলার বৈলছড়ি এলাকার নার্গিস আক্তার (৩৬), একই এলাকার ফখরুদ্দিন(২৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, আনোয়ারা-বাঁশখালী সড়কে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী একটি প্রাইভেট কার বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে সিএনজির যাত্রীসহ অন্তত ৩ জন আহত হন।
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ৩জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সালমা আকতার। তিনি বলেন,দূর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হলে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করা হয়।
এমজে/সিটিজিনিউজ