ফরিদগঞ্জে বিএনপিকে চাঁদাবাজ আখ্যায়িত করায় প্রতিবাদ

ফরিদগঞ্জে বিএনপিকে চাঁদাবাজ আখ্যায়িত করায় প্রতিবাদ

ফরিদগঞ্জে বিএনপিকে চাঁদাবাজ রাজনৈতিক সংগঠন আখ্যায়িত করায় প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের তৃণমূলের নেতা-কর্মীরা।

বুধবার (২১ মে) বিকালে ফরিদগঞ্জ পৌর এলাকার দাস পাড়ায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, দাসপাড়া যুব সংঘের সভাপতি পরেশ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক লিটন কুমার দাস, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক হোসেন রন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক প্রদীপ কুমার সাগর।

দাসপাড়া যুব সংঘের সভাপতি পরেশ চন্দ্র দাস তার বক্তব্যে বলেন, আমি এ মাটিতেই জন্মেছি এবং বড় হয়েছি। দীর্ঘ প্রায় ৩০ বছর এই সংগঠনের দায়িত্ব পালন করে আসছি। বিভিন্ন সময় রাজনীতি ও ক্ষমতার পরিবর্তন হয়েছে, শুধু বিএনপি নয় কোন রাজনৈতিক সংগঠনই আমাদের উপর কোন রকম অত্যাচার এবং জুলুম করে নাই। বরং আমাদের সকল আচার অনুষ্ঠানে ভেদাভেদ না রেখে হিন্দু-মুসলিম এক হয়ে অংশ গ্রহণ করেছি।

দাসপাড়া যুব সংঘের সাধারণ সম্পাদক লিটন কুমার দাস বলেন, পূর্বে তো নয়ই ৫ই আগষ্ট পরবর্তী সময়ে আমরা খুব শান্তিতে বসবাস করে আসছি। আমাদের দুর্গাপূজাসহ সকল অনুষ্ঠানে বিএনপিসক সকল রাজনৈতিক দল অর্থ এবং নিরাপত্তা দিয়ে করেছে। আমাদের মধ্যে যাহারা বিভ্রান্তি ছড়াচ্ছে এটা মোটেও ঠিক নয়।

এ সময়, ফরিদগঞ্জ বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব, সাংবাদিক প্রবীর চক্রবর্তীসহ হিন্দু ধর্মীয় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দাসপাড়ায় একটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে শিপ্রা দাস ও পরেশ চন্দ্র বাড়ি ও সীমানা প্রাচীর নির্মাণ করে। এ নিয়ে উপজেলা প্রশাসন ও যৌথ সমাধানের চেষ্টা করলেও তা সমাধান করা সম্ভব হয়নি। পরে স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতা জিয়া উদ্দিন চৌধুরী আদালতে স্বরনাপন্ন হয় এবং আদালত তাতে নিষেধাজ্ঞা প্রদান করে। এ নিয়ে মঙ্গলবার (২০ মে) ফরিদগঞ্জ থানা পুলিশ নিষেধাজ্ঞা জারি করতে যায়। এ সময় উপজেলা যুবদল নেতা রাজু পাটওয়ারী ও স্বেচ্ছাসেবক দলের নেতা জিয়া উদ্দিন চৌধুরীকে শিপ্রা দাসের ছেলে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে চাঁদাবাজ দল হিসেবে আখ্যায়িত করে।

প্রতিবেদক: শিমুল হাছান, ২১ মে ২০২৫

Explore More Districts