- নারায়ণগঞ্জ, শহরের বাইরে, সারাদেশ
- সেই মমতাজ ধানমন্ডি থেকে গ্রেফতার
ভয়ঙ্কর সন্ত্রাসী ২২ মামলার আসামি চুন্নু র্যাব-১১’র হাতে গ্রেফতার
- আপডেট টাইম : মে, ২১, ২০২৫, ১০:০১ অপরাহ্ণ
- 71 পড়েছেন
নারায়ণগঞ্জ প্রতিদিন ::
নারায়ণগঞ্জ ফতুল্লায় নয়ামাটি লামাপাড়া এলাকার মৃত তালেব হোসেন পুইকার ছেলে ছাত্র-জনতা হত্যা মামলাসহ ২২ মামলার আসামী দু’র্ধ’র্ষ স’ন্ত্রা’সী চুন্নুকে গ্রে’ফ’তা’র করেছে র্যাব-১১
তার গ্রেপ্তারের সংবাদে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। সরজমিনে গিয়ে দেখা যায়, এলাকাবাসী মিষ্টি বিতরণ করছেন! নয়ামাটি এলাকাবাসীর দাবি চুন্নুর সহযোগী আব্দুর রশিদ মিঠুন, বিল্লাল হোসেন, চুন্নুর আপন ছোট ভাই রানা মোল্লা, সন্ত্রাসী চুন্নুর চাচা আওয়ামী লীগ নেতা মনির হোসেন মনু, ফজলসহ সকল সন্ত্রাসীদের যেন দ্রুত গ্রেফতার করা হয়।