কচুয়ায় জলাবদ্ধতায় ভোগান্তি চরমে, রাস্তা পাকা করার দাবি এলাকাবাসীর

কচুয়ায় জলাবদ্ধতায় ভোগান্তি চরমে, রাস্তা পাকা করার দাবি এলাকাবাসীর

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় চাঁদপুরের কচুয়া উপজেলার ১১৩ নং যোগিচাপড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাতায়াতের সড়ক। সৃষ্টি হয় চরম জলাবদ্ধতা। এতে শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে। জানা গেছে তৎকালীন ১৯৯০ সালে অজপাড়া গাঁ যোগিচাপড় গ্রামের শিশু শিক্ষাকে এগিয়ে নিতে বিদ্যালয়টি স্থাপন করা হয়।

এ বিদ্যালয়ে মোট ৫ জন শিক্ষক প্রায় শতাধিক শিক্ষার্থীদের কে সু-শিক্ষার মাধ্যমে এগিয়ে নিচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, সম্প্রতি স্বাভাবিক বৃষ্টিতে উপজেলার যোগিচাপড় আব্দুল মবিন মোল্লার বাড়ি থেকে মোল্লা বাড়ির প্রবেশ পথ হয়ে ওই বিদ্যালয়ের মাঠ পর্যন্ত প্রায় হাটু পানি জমে আছে। বিশেষ করে বিদ্যালয়ে যাতায়াত কারি শিক্ষার্থীদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে। তাছাড়া রাস্তাটি পানিতে তলিয়ে যাওয়ায় কবরস্থান, মসজিদে নামাজে যাওয়া ও নিত্য প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে নানাবিদ সমস্যায় পরতে হয়ে।
বিদ্যালয়ের একাধিক কোমলমতি শিক্ষার্থী অভিযোগ করে বলেন, প্রতিবার বৃষ্টি হলেই একই অবস্থা হয়। অনেক সময় আমরা ক্লাসে উপস্থিত হতে দেরি হয়। এমনকি কেউ কেউ বিড়ম্বনা এড়াতে বাড়িতেই থেকে যায় বলে তারা জানান।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাতেমা খাতুন বলেন, “প্রতিবার বছর বর্ষা ও বৃষ্টির সময়ে দীর্ঘদিন যাবৎ জলাবদ্ধতা দেখা দেয়। পানি নিষ্কাষনের ব্যাবস্থা না থাকায় চলাচলে চরম অসুবিধায় ভোগছি। মোল্লা বাড়ির উত্তর অংশে রাস্তা থেকে স্কুল পর্যন্ত রাস্তা টি পাকা করনের দাবী জানাই। স্থানীয় অধিবাসি মোঃ মোতালেব মোল্লা, আলী আহম্মদ মোল্লা ও মঞ্জুরুল ইসলাম মোল্লা সহ আরো অনেকে জানান, দীর্ঘদিন ধরে বিদ্যমান এ সমস্যা সমাধান না হওয়ায় গ্রামবাসী সহ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী খুবই সমস্যার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। জনস্বার্থে যোগিচাপড় সরকারি প্রাথমিক যাতায়াতের স্বার্থে মোল্লা বাড়ির রাস্তাটি আর.সি.সি করন পাকার মাধ্যমে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি কামনা করছি।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২১ মে ২০২৫

Explore More Districts