ববি’র নতুন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসিন

ববি’র নতুন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসিন

২১ May ২০২৫ Wednesday ৭:১৩:০১ PM

Print this E-mail this

Warning: Trying to access array offset on null in /home/amdrbari/domains/amaderbarisal.com/public_html/wp-content/themes/newsbee/news.php on line 6


ক্যাম্পাস প্রতিনিধি:

ববি’র নতুন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসিন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনকে রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ তৌফিক আলমের নির্দেশে বুধবার সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) ড. মোছা. সানজিদা সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আদেশে আরও বলা হয়ে‌ছে, তাঁর এ দায়িত্ব যোগদানের তারিখ থেকে ছয় মাস অথবা যথাযথ প্রক্রিয়ায় একজন রেজিস্ট্রার নিয়োগ ও যোগদান সম্পন্ন হওয়ার তারিখ এই দুইয়ের মধ্যে যেটি আগে হবে সেই তারিখ পর্যন্ত বলবৎ থাকবে। তিনি পূর্বানুমোদিত হারে দায়িত্বভাতা এবং কর্মস্থলের শহরে ব্যবহারের জন্য গাড়ির সুবিধা লাভ করবেন।

জানতে চাইলে অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন বলেন, ‘রেজিস্ট্রারের কাজ ভিসির নির্দেশ বাস্তবায়ন করা। তবে প্রশাসনিক কাজে এসে ছাত্র-শিক্ষকদের যাতে হয়রানির শিকার হতে না হয়, সেটা নিশ্চিত করা হবে।’ বুধবার দুপুরেই তিনি দায়িত্ব গ্রহণ করেছেন বলে জানান ড. মুহসিন।

প্রসঙ্গত, ববির সাবেক উপাচার্য প্রফেসর ড. সুচিতা শারমীন ইংরেজি বিভাগের অধ্যাপক মুহসিনকে সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিল থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি আপত্তিকর ভাষায় চিঠি দেন। ওই ঘটনায় ছাত্র-শিক্ষকেরা ক্ষুব্ধ হন, যার দরুন টানা ২৯ দিন আন্দোলনের মুখে ড. সুচিতাকে ববি ছাড়তে হয়।

সম্প্রতি নবনিযুক্ত উপাচার্যের কাছে আন্দোলনে মুখ্য ভূমিকা রাখা শিক্ষকেরা গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় রেজিস্ট্রারের মতো গুরুত্বপূর্ণ পদে ড. মুহসিন উদ্দিনকে আপৎকালীন দায়িত্ব প্রদানের পক্ষে মত দেন। এর পরিপ্রেক্ষিতে বুধবার এ আদেশ দেওয়া হলো।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts