জামালপুর শহরের জিগাতলায় অবৈধভাবে যাতায়াতের রাস্তা বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন – দৈনিক আজকের জামালপুর

জামালপুর শহরের জিগাতলায় অবৈধভাবে যাতায়াতের রাস্তা বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন – দৈনিক আজকের জামালপুর




জামালপুর শহরের জিগাতলায় অবৈধভাবে যাতায়াতের রাস্তা বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন – দৈনিক আজকের জামালপুর



নিজস্ব সংবাদদাতা : জামালপুর শহরের জিগাতলায় অবৈধভাবে যাতায়াতের রাস্তা বন্ধ করে একটি নিরীহ পরিবারকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
রবিবার বিকালে জিগাতলায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অবরুদ্ধ বাড়ির মালিক এস এম আতাউর রহমান, ভুক্তভোগীর ছেলে আব্দুল্লাহ আল মামুন বিপ্লব, মেয়ে মাহবুবা আক্তার শিখা সহ আরো অনেকে। এ সময় বক্তারা অভিযোগ করেন ,জাহিদা সফির মহিলা কলেজের পার্শ্ববর্তী এওয়াজ বদলের মাধ্যমে প্রাপ্ত এলাকাবাসীর সকলের ব্যবহারের জন্য উন্মুক্ত রাস্তা অবৈধভাবে বিআরএস রেকর্ড মূলে জোরপূর্বক দখল করে নেয় একই এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে মিজানুর রহমান শাহিন ও আতিকুর রহমান সোহাগ সহ তার পরিবারের লোকজন। বর্তমানে চলাচলের রাস্তা জোরপূর্বক বন্ধ করে রাখায় ফলে এসএম আতাউর রহমানের পরিবার অবরুদ্ধ হযে ও মানবতার জীবন যাপন করছে। এ বিষয়ে পরিবারটিকে উচ্ছেদ করার জন্য নানা ধরনের পায়তারা, মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করে তারা।
রাস্তার স্বাভাবিক চলাচল নিশ্চিত করার লক্ষ্যে এবং তার পাশাপাশি নাগরিক অধিকার ও মানবিক বিবেচনায় অবরুদ্ধ এস এম আতাউর রহমানের পরিবারটির চলাচলের রাস্তা উন্মুক্ত করে দেওয়ার জন্য প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকার সচেতন মহল।


Explore More Districts