শিক্ষা বোর্ডের আদেশ পাত্তা দিচ্ছেন না মাদ্রাসা সুপার! – Chittagong News

শিক্ষা বোর্ডের আদেশ পাত্তা দিচ্ছেন না মাদ্রাসা সুপার! – Chittagong News

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) প্রফেসর মো. আবদুস ছত্তার মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দক্ষিণ জেলা যুবদল নেতা মোহাম্মদ হারুনকে সভাপতি করে রসিদাবাদ মোহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। তবে মাদ্রাসা সুপার ও সাবেক কমিটির সদস্যরা এডহক কমিটিকে দায়িত্ব পালনে বাঁধা দিচ্ছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

এতে মোহাম্মদ হারুন বলেন, শিক্ষাবোর্ডের আদেশ পত্রটির অনুলিপি মাদ্রাসার সুপার মাওলানা মোজাম্মেল হককে কয়েকদিন আগে জমা দেওয়া হয়। কিন্তু তিনি আমাকে দায়িত্ব পালনে কোন রকম সহযোগিতা করছেন না। বরং তিনি প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন।

মোহাম্মদ হারুন আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকার আমলে মাদ্রাসাটিকে সাবেক কমিটির সদস্যরা জিম্মি করে রেখেছিলেন। তাদের সমস্ত কুকর্মের অংশীদার ছিলেন মাদ্রাসা সুপার মোজাম্মেল হক। দুইজনই স্বৈরাচারের দোষর। মাদ্রাসার নানা অনিয়ম-দূণীতির তথ্য ফাঁস হয়ে যাওয়ার ভয়ে আমাকে দায়িত্ব পালনে বাঁধা সৃষ্টি করছে।
তিনি বলেন, মাদ্রাসা বোর্ডের আদেশ অমান্য করা নৈতিকতা পরিপন্থী। অফিসিয়াল শৃঙ্খলভঙ্গের শামিল। আইনগত অপরাধ।

এদিকে এ ঘটনায় এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। রবিবার মাদ্রাসার অভিভাবক ও সচেতন এলাকাবাসীর ব্যানারে পটিয়া সদরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মোহাম্মদ হারুন অভিযোগ করেন, মাদ্রাসার সুপার মাওলানা মোজাম্মেল হক বিগত কমিটির আজ্ঞাবাহ। তিনি আমাকে সভাপতির দায়িত্ব পালনে বিরত রাখতে ষড়যন্ত্রে লিপ্ত। মিটিং আহবানে গড়িমসি করছেন।এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার অভিভাবক সদস্য মো: মহিউদ্দীন, পটিয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাইফুদ্দীন আহমদ, সদস্য মাহবুবুর রহমান, শোভনদন্ডী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মুন্সি মিয়া টিপু, মো: মামুন ও সাবেক ছাত্রদল নেতা মাঈনুদ্দীন হাসান তুষার।

এব্যাপারে যোগাযোগ করা হলে মাদ্রাসার সুপার গণমাধ্যম কর্মীদের জানান, তাঁর ভাই অসুস্থ। তাই ঠিক সময়ে তিনি এডহক কমিটির সভা আহবান করতে পারেননি।

এসসি/সিটিজিনিউজ

Explore More Districts