টাঙ্গাইলে কৃষক শামছুল হক হত্যা মামলায় মা ও মেয়ের যাবজ্জীবন – News Tangail

টাঙ্গাইলে কৃষক শামছুল হক হত্যা মামলায় মা ও মেয়ের যাবজ্জীবন – News Tangail

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে কৃষক শামছুল হককে কুপিয়ে হত্যার দায়ে দুই নারী আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (১৮ মে) দুপুরে টাঙ্গাইলের বিশেষ জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দনা এ আদেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী গ্রামের মৃত রাজ্জাকের স্ত্রী রাহিমা (৫৫) ও তার মেয়ে রোজিনা আক্তার (৩২)।

বিশেষ জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো: শাহজাহান কবির জানান, ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি কাতুলী গ্রামের কৃষক শামছুল হক (৫৫) বাড়ির পাশে নিজের জমিতে আগাছা পরিষ্কার কর ছিলেন। এ সময় পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের রাজ্জাক তার স্ত্রী-সন্তানদের সাথে নিয়ে শামছুল হককে চাপাতি দিয়ে কুপিয়ে চলে যায়। বাড়ির লোকজন টের পেয়ে আশঙ্কাজনক অবস্থায় শামছুল হককে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করলে চিকিৎসাধীন অবস্থায় তিন দিন মারা যায়।

এরপর শামছুল হকের স্ত্রী জামিরন বেগম টাঙ্গাইল মডেল থানায় রাজ্জাক এবং তার স্ত্রী রাহিমা, মেয়ে রোজিনা ও ছেলে রফিকুলকে আসামি করে মামলা করেন। মামলা চলাকালীন অবস্থায় আসামি রাজ্জাক মৃত্যুবরণ করেন।

তিনি আরও জানান, দণ্ডিত আসামিদের উপস্থিতিতেই রায় পড়ে শোনান বিচারক। পরে তাদের টাঙ্গাইল কারাগারে নিয়ে যাওয়া হয়। এছাড়া ঘটনার সময় রফিকুলের বয়স কম থাকায় শিশু আদালতে এখনো তার মামলাটি বিচারাধীন রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts