টঙ্গীতে বকেয়া বেতনের দাবীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ – Daily Gazipur Online

টঙ্গীতে বকেয়া বেতনের দাবীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। আজ শনিবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকা-য়মনসিংহ মহাসড়কের উভয় পাশ অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
এতে করে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার বাসযাত্রীরা।টঙ্গীর দত্তপাড়া এলাকার এইচ আই এস অ্যাপারেলস লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে বলে জানা গেছে।
শ্রমিকরা জানায়, দত্তপাড়ায় অবস্থিত এইচ আই এস অ্যাপারেলস লিমিটেড নামক প্রতিষ্ঠানে দেড় হাজারের বেশি শ্রমিক কাজ করেন। গত এপ্রিল মাসের বেতন এখনও পায়নি কারাখানাটির শ্রমিকরা। বিষয়টি নিয়ে শ্রমিকেরা ক্ষুব্ধ ছিল।
প্রতিদিনের ন্যায় শনিবার সকালে কারখানাটিতে প্রবেশ করে শ্রমিকরা। একপর্যায়ে সকাল ৮টার দিকে কারখানা থেকে বের হয় তারা। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।
বিক্ষোভে অংশ নেয়া পোশাক শ্রমিকরা বলেন, বেতন না পেলে বাসাভাড়া, বাজারের বাকি, সন্তানদের খরচ কিছুই মেটানো যায় না। তাই বাধ্য হয়েই আমরা রাস্তায় বসেছি।
এ বিষয়ে জানতে কারখানার মালিক মো. ইকবাল হোসেনকে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর ওসি ইসমাইল হোসেন বলেন, শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সকাল ৮টার দিকে মহাসড়কে বসে পড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে ও আশ্বাসে তারা সকাল ১০টার দিকে অবরোধ তুলে নেয়। তাদের সমস্যার সমাধানের জন্য চেষ্টা চলছে।

Print Friendly, PDF & Email

Explore More Districts