দেশকে উন্নত করতে হলে বিজ্ঞানে অবদান রাখতে হবে : ড. মো. জিয়াউদ্দিন

দেশকে উন্নত করতে হলে বিজ্ঞানে অবদান রাখতে হবে : ড. মো. জিয়াউদ্দিন

চট্টগাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, বিজ্ঞানের মধ্যে এদেশের অবদান কম থাকার কারণে বিশ্বে আমাদের দেশকে তেমন ভালো চোখে দেখে না। আমরাা বিজ্ঞান চর্চাকে ভয় করি। আপনি দুর্নীতি, দখলদারী, মাদক ব্যবসা করবেন সমাজে অনেক সময় আপনাকে বাহাবা দিবে, কিন্তু বিজ্ঞান চর্চা করলে আপনাকে তিরস্কার করবে।

শনিবার (১৭ মে) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৩ দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশকে উন্নত করতে হলে বিজ্ঞানে অবদান রাখতে হবে। আমাদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে হলে জ্ঞান চর্চা করতে হবে। পড়তে হবে, পড়া ছাড়া জ্ঞান হবে না। যতক্ষণ না বদলে যাবো ততক্ষণ আমাদের দেশ উন্নতি হবে না।

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. মাসুদুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমাইয়া ফারজানা হক।

আলোচনাসভা শেষে সরকারি টেকনিক্যাল স্কুলে ফিতা কেটে আয়োজিত বিজ্ঞান মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্যরা। পরে মেলা স্টল পরিদর্শন করেন চট্টগাম বিভাগীয় কমিশনারসহ অন্যান্য অতিথিরা। এবারে মেলায় ৫৭ শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ১৭ মে ২০২৫

Explore More Districts