ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘিতে সড়ক দুর্ঘটনায় আব্দুর রশিদ (৬০) নামে এক ব্যবসায়ি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪জন আহত হয়েছে। শনিবার সকালে উপজেলার সাগরদীঘিতে পল্টন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত আব্দুর রশিদ মুরগীর ব্যবসা করতেন। সকালে তিনি সখিপুরের বড়চওনা থেকে সিএনজি নিয়ে সাগরদীঘি যাচ্ছিলেন। সিএনজিটি সাগরদীঘি পল্টন এলাকায় পৌছিলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান। তার বাড়ি ভালুকা উপজেলার কৈয়াদি গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো শহীদুল ইসলাম।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।