“দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কতৃর্ক আয়োজিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের কর্মক্ষম বেকার মহিলাদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে বসত বাড়ীতে শাক সবজি চাষ/নার্সারী বিষয়ে ৭ দিনের জন্য ৩০ জন প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার ১৪ মে বিকেল ৩ টায় চাঁদপুর মিশন রোড স্কলার যুব অর্গানাইজেশন অফিসে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার তিনি তার বক্তব্যে উপস্থিত প্রশিক্ষনার্থীদের বলেন, বাজারের সবজির দিকে না তাকিয়ে নিজ বাড়ীর আঙ্গীনায় খালি জায়গায় সবজি উৎপাদনের পরামর্শ দেন। যুব উন্নয়ন থেকে সবজি ও নার্সারী প্রশিক্ষণ নিয়ে যথাযথ ভাবে কাজজে লাগানোর জন্য পরামর্শ প্রদান করেন।
স্কলার যুব অর্গানাইজেশন বি এম হাসান বিশেষ অতিথির বক্তব্যে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, শুধু প্রশিক্ষন নিলে হবেনা প্রশিক্ষণকে যথাযথ কাজে লাগাতে হবে এবং সবজি উৎপাদনে বিভিন্ন পরামর্শ দেন ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বিভিন্ন মেয়াদে সেলাই, ড্রাইভিং, কম্পিউটারসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণে প্রশিক্ষন গ্রহনের জন্য পরামর্শ দেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দলিল উদ্দিন সভাপতিত্বে স্কলার ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর সভাপতি মোঃ সোহরাব মজুমদার পরিচালনায় স্কলার ওয়েলফেয়ার অর্গানাইজেশনে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া, ১৪ মে ২০২৫