রাজবাড়ীতে দুই দিনব্যাপী ৪৬তম বিজ্ঞান মেলার উদ্বোধন

রাজবাড়ীতে দুই দিনব্যাপী ৪৬তম বিজ্ঞান মেলার উদ্বোধন

রাজবাড়ীতে দুই দিনব্যাপী ৪৬তম বিজ্ঞান মেলার উদ্বোধন

 

রুবেলুর রহমান,  রাজবাড়ী বার্তা ডট কম :

রাজবাড়ীতে দুই দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে জেলা প্রশাসনের আয়োজন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধান ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় অফির্সাস ক্লাবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী পুলিশ সুপার মোঃ কামরুল ইসলামসহ অন্যান্যরা।

সভা শেষে মেলায় স্থানপ্রাপ্ত স্টোলগুলো ও শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক আবিষ্কৃত প্রজেক্ট পরিদর্শন করেন অতিথিরা। মেলায় ৩৫ টি স্টোল স্থান পায়। এতে বিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবনী বিভিন্ন বিষয়ে তুলে ধরেন শিক্ষার্থীরা।

এছাড়া মেলায় আগত শিক্ষার্থীদের বিনোদনের মাধ্যমে বিজ্ঞানের সাথে পরিচিত করতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের থেকে ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শণীর জন্য আনা হয়েছে দুই বাস। এই বাসের একটিতে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনের বিভিন্ন প্রদর্শণী ও অন্যটিতে চলছে বিজ্ঞানের ফোরডি মুভি প্রদর্শণ ।
আগামীকাল মেলার শেষ দিনে রয়েছে অলিম্পিয়াড ও ক্ইুজ প্রতিযোগিতা।

The post রাজবাড়ীতে দুই দিনব্যাপী ৪৬তম বিজ্ঞান মেলার উদ্বোধন appeared first on রাজবাড়ী বার্তা.

Explore More Districts