ভারতে পালানোর সময় দর্শনা চেকপোস্টে আ.লীগ নেতা গ্রেপ্তার – DesheBideshe

ভারতে পালানোর সময় দর্শনা চেকপোস্টে আ.লীগ নেতা গ্রেপ্তার – DesheBideshe



ভারতে পালানোর সময় দর্শনা চেকপোস্টে আ.লীগ নেতা গ্রেপ্তার – DesheBideshe

চুয়াডাঙ্গা, ১১ মে – চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজাকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে ভারতে পালিয়ে যাওয়ার সময় দর্শনার জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোলাম মোর্তুজা রোববার সকালের দিকে দর্শনার জয়নগর ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে আটক করে জয়নগর ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে দর্শনা থানায় নেওয়া হয়।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বলেন, গোলাম মোর্তুজাকে একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১১ মে ২০২৫

 



Explore More Districts