ছবিতে যে পাখিটিকে দেখা যাচ্ছে, সেটি হলো ‘সবুজ বসন্তবৌরি’ (Lineated Barbet)। এটি মধ্য ও দক্ষিণ এশিয়ায় বিস্তৃত একটি পাখি প্রজাতি। বাংলাদেশ, ভারত, নেপাল ও মায়ানমারে এদের সহজেই খুঁজে পাওয়া যায়।
সবুজ বসন্তবৌরির শরীরটি সবুজাভ এবং মুখে ও গলায় সাদা দাগ থাকে। চোখের চারপাশে কালো দাগ এবং মাথার পাশে হলুদ বা হালকা সাদা রঙের শেড থাকে, যা একে সহজেই অন্যদের থেকে আলাদা করে। এরা সাধারণত গাছের কোটরে বাসা বাঁধে এবং গাছের ফল, বীজ ও পোকামাকড় খায়।
এই পাখিটি দিনভর ডাকতে থাকে, কিন্তু এদের কণ্ঠস্বর অনেক সময় গাছের পাতার ফাঁকে হারিয়ে যায়। বসন্তবৌরি পাখির উপস্থিতি পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক এবং এটি প্রাকৃতিক বনায়নের একটি গুরুত্বপূর্ণ উপাদান।
বর্তমান সময়ে বনাঞ্চলের হ্রাস, গাছ কাটা এবং বাসস্থান নষ্ট হওয়ার কারণে অনেক সময় এদের দেখা পাওয়া কঠিন হয়ে পড়েছে। এই মূল্যবান পাখিটির সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি করা জরুরি।
গতকাল শুক্রবার ০৯ মে ২০২৫ তারিখ নড়াইল জেলার কালিয়া উপজেলার মহিষখোলা গ্রাম থেকে এক স্কুল ছাত্রী বাড়ির পাশ থেকে কুড়িয়ে পায়। এরপর থেকে সে যত্ন নিচ্ছে এই পাখিটির। এর ফাঁকে আমার ক্যামেরায় বন্দি করি এই পাখিটি।