হিজলায় বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

হিজলায় বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

৯ May ২০২৫ Friday ৬:৪৯:৫২ PM

Print this E-mail this

Warning: Trying to access array offset on null in /home/amdrbari/domains/amaderbarisal.com/public_html/wp-content/themes/newsbee/news.php on line 6


হিজলায় বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

হিজলা (বরিশাল) প্রতিনিধি।।বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত।শুক্রবার (৯ মে) বিকেল ৩ টার সময়  উপজেলার খুন্না বাজারের জেলা পরিষদ ডাকবাংলো সংলগ্ন হিজলা মুলাদী সড়কের দু পাশে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধন কর্মসূচিতে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানার ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। হিজলা নদী ও ভূমি রক্ষা কমিটির আহবায়ক এবং ৫২,র ভাষা সৈনিক নায়েব আঃ কুদ্দুস,র সভাপতিত্বে, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণিপেশার কয়েক হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, বিভিন্ন সময়ে প্রমত্ত মেঘনার ভাঙনে হিজলা উপজেলার ফসলী জমি,বসত বাড়ি,শিক্ষা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলিন হয়েছে। দীর্ঘ দিনেও ভাঙনরোধে কার্যকরী কোন পদক্ষেপ নেয়া হয়নি।সম্প্রতি হিজলা উপজেলার ভূখণ্ড রক্ষার জন্য ৬ শত ৩০ কোটি টাকার নদী বাধ প্রকল্পের কাজ চলমান।ঠিক সেই মুহূর্তে সাওড়া সৈয়দ খালী পয়েন্টে একটি বালুমহল ইজারা প্রদান করেছে প্রশাসন। স্থানীয়দের দাবি মেঘনা নদীর এ পয়েন্টে বালু উত্তোলনের ফলে চরের ফসলী জমি, বাড়ি ঘর,শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারের দেয়া উন্নয়ন প্রকল্প নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, অবিলম্বে বালু উত্তোলন বন্ধ না করলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের ঘোষণা দেয়া হবে। মানববন্ধনে অংশ নেয়া কয়েকজন কান্নায় ভেঙে পড়ে বলেন, আমাদের পিতা মাতার ভিটেবাড়ি একাধিকবার নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছিল। এখন যদি আবার নিয়মিত বালু উত্তোলন করা হয়।তাহলে আমরা কোথায় যাব আমাদের মাথা গোজার থাইকু থাকবে না।

মানববন্ধনে উপস্থিত  মেমানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আফসার উদ্দিন হাওলাদার বলেন,এক থেকে দেড় শত লোড ড্রেজার দিয়ে প্রতিদিন গড়ে কমপক্ষে এক কোটি ঘণফুট বালু উত্তোলন করা হয়।এ ভাবে বালু উত্তোলনের ফলে অচিরেই বাংলাদেশের মানচিত্র থেকে হিজলা উপজেলাটি হারিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।মানববন্ধন শেষে নৌ-পরিবহন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল(অব.) ড. এম সাখাওয়াত হোসেন এর  কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts