ভিসা বাতিল করতে পারবেন হজযাত্রীরা

ভিসা বাতিল করতে পারবেন হজযাত্রীরা

হাজযাত্রীদের সুবিদার জন্য নতুন অপশান চালু করেছে হজ কর্তৃপক্ষ। কোনো হজযাত্রী যদি হজের ভিসা বাতিল করতে চান, তিনি বাতিল করতে পারবেন।

বৃহস্পতিবার (৮ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

উপসচিব মামুন আল ফারুকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সৌদি ই-হজ ২০২৫ সালে হজে ভিসা সম্পন্ন হওয়া হজযাত্রীদের জন্য ভিসা বাতিল করার অপশন চালু হয়েছে। এই সুযোগ দেওয়ার ফলে কোনো হজযাত্রীর ভিসা বাতিলের প্রয়োজন হলে তা বাতিল করা যাবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ভিসা বাতিলকারী হজযাত্রীর নিকট হতে ভিসা ফি ও ইলেক্ট্রনিক সার্ভিস ফি বাবদ প্রদত্ত ৩৬০ সৌদি রিয়াল সমপরিমাণ অর্থ কর্তনযোগ্য হবে। বিষয়টি হজযাত্রী ও হজ এজেন্সিসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অবহিত করা হলো।

চাঁদপুর টাইমস ডেস্ক/ ৯ মে ২০২৫

Explore More Districts