নাগরপুরে নূরজাহান হত্যা মামলার রহস্য উদঘাটন, দুই দিনের রিমান্ডে ইউপি সদস্য – News Tangail

নাগরপুরে নূরজাহান হত্যা মামলার রহস্য উদঘাটন, দুই দিনের রিমান্ডে ইউপি সদস্য – News Tangail

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে বৃদ্ধা নুরজাহান বেগম (৬৫) হত্যা মামলায় তোফায়েল হোসেন ওরফে তোফাকে (৪২)—কে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৮ মে) বিকালে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছে।

তোফায়েল হোসেন তোফা উপজেলার মাহমুদনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বাঘেরবাড়ী গ্রামের সাবেক ইউপি সদস্য দুদু মিয়ার ছেলে।

জানা যায়, গত সোমবার ৫ মে তথ্য প্রযুক্তির সহায়তায় কালাম মিয়া (৩৮) নামে একজনকে ঢাকার যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করে পুলিশ। কালাম ভোলার ফকিরকান্দি চর গ্রামের মৃত আফতাফ মোল্লার ছেলে।

গত মঙ্গলবার ৬ মে কালাম মিয়া নিজের দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধি দেন। পরে তার দেয়া তথ্যে গত ৬ মে রাতে তোফায়েল হোসেন তোফাকে নাগরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে ৭ মে তোফাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠালে আদালত তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, তোফাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। পরে তাকে রিমান্ডের জন্য থানায় আনা হয়েছে।

তিনি আরও জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধে জেরে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়। জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১২ মার্চ উপজেলার সহবতপুর গ্রামের খামারধল্লা মাঠে নুরজাহান বেগম হত্যাকান্ডের শিকার হন। পরদিন ওই বৃদ্ধার ভাতিজা দুলাল মিয়া বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts