ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে ফুলেস মিয়া (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (৬ মে) সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধারে কাজ করেছে।

নিখোঁজ ফুলেস মিয়া উপজেলার পিটাইটিকর গ্রামের ওমর মিয়ার ছেলে।

জানা যায়, পেশায় মৎস্যজীবী ফুলেস মিয়া, সুবেল মিয়া ও রাজন মিয়া প্রতিদিনের মত ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর রেল ব্রিজের নিচে পাথরের স্তূপে ডুব দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। একটা সময় নদী থেকে সুবেল ও রাজন উঠে আসলেও ফুলেস মিয়া উঠে আসেন নি।

সুবেল ও রাজন জানান, ডুব দেওয়ার কিছুক্ষণ পর তারা দুজন পানি উপরে উঠে আসেন। কয়েক মিনিট অতিবাহিত হবার পরও ফুলেস মিয়া উঠে না আসায় আতঙ্কিত হয়ে পড়েন তারা। এ সময় পানিতে নেমে ফুলেস মিয়াকে খুঁজতে থাকেন তারা। খবর পেয়ে গ্রামবাসী ও তাতে অংশ নেন।

ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের অপারেটর সরওয়ার হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গেছে। ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের কোন ডুবুরি না থাকায় সিলেট শহর থেকে ডুবুরি আসতে সময় লাগছে।

ডিএস/আরএ

Explore More Districts