কালিহাতীতে রায়হান হত্যা মামলার ১৪ ঘণ্টাপর প্রধান আসামি ইব্রাহীমকে গ্রেফতার – News Tangail

কালিহাতীতে রায়হান হত্যা মামলার ১৪ ঘণ্টাপর প্রধান আসামি ইব্রাহীমকে গ্রেফতার – News Tangail

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে আলোচিত সলিট হত্যা মামলার প্রধান আসামি রায়হান (৩৫)–কে কুপিয়ে হত্যার ঘটনায় ১৪ ঘণ্টাপর প্রধান আসামি ইব্রাহীম (৩৫)—কে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।

মঙ্গলবার (০৬ মে) দুপুরে তথ্য প্রযুক্তির সহায়তায় টাঙ্গাইলের বাসাইল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইব্রাহীম উপজেলার রামদিয়া এলাকার আয়নাল হকের ছেলে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।

কালাম ভূঁইয়া বলেন, রায়হান হত্যা ঘটনায় মামলা দায়ের হওয়ার পর জেলা পুলিশ সপুারের দিকনির্দেশনায় ১৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি ইব্রাহীমকে গ্রেফতার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে । এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৪ মে রবিবার রাত তিন টার দিকে উপজেলার বল্লা ইউনিয়নের কুকরাইল গ্রামে রায়হান নামে মাদকাসক্ত এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে সোমবার ৫ মে সকালে পুলিশ খবর পেয়ে একই এলাকার একটি পুকুর থেকে রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।

এরপর রায়হানের বাবা বাদল মিয়া বাদী হয়ে কালিহাতী থানায় ইব্রাহীমকে প্রধান আসামি করে জনি ও রুবেলসহ অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করে মামলা দায়ের করে।

রায়হান উপজেলার রামপুর এলাকার আলোচিত সলিট হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে নিয়মিত মাদক সেবন ও বিক্রি করার একাধিক অভিযোগ রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts