৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান – DesheBideshe

৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান – DesheBideshe



৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান – DesheBideshe

তাইপে, ০৫ মে – তাইওয়ানের পূর্ব উপকূলের কাছে সমুদ্রে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির রাজধানী তাইপেতে কিছু ভবন কেঁপে উঠে ভূমিকম্পের প্রভাবে।

সোমবার (৫ মে) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম তাইওয়ান নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এই ভূমিকম্পের পর দেশটির আবহাওয়া প্রশাসন জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া প্রশাসন জানিয়েছে, প্রায় ৩০ কিলোমিটার সমুদ্র উপকূলে অবস্থিত এই ভূমিকম্পের গভীরতা ছিল ৬.৬ কিলোমিটার।

দেশটির কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন (সিডব্লিউএ) জানিয়েছে, আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৯ মিনিটে পূর্ব তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টির উপকূলে ভূমিকম্পটি আঘাত হেনেছে।

সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ০৫ মে ২০২৫



Explore More Districts