রাজবাড়ীতে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত, ২৩৯ জনের অংশ গ্রহণ

রাজবাড়ীতে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত, ২৩৯ জনের অংশ গ্রহণ

রাজবাড়ীতে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত, ২৩৯ জনের অংশ গ্রহণ

 

রাজবাড়ী বার্তা ডট কম :

“সেবার ব্রতে চাকরি” -এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার লিখিত অংশ গতকাল সোমবার (৫ মে) রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় ২৪২ জন চাকুরী প্রার্থীর অংশ গ্রহণ করার কথা থাকলেও উপস্থিত হন ২৩৯ জন। আর অনুপস্থিত ছিলেন ৩ জন।

ফেব্রুয়ারি-২০২৫ সালের নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে শারীরিক মাপ ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্টে (চঊঞ) উত্তীর্ণ প্রার্থীদের অংশগ্রহণে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন ও সার্বিক তদারকির দায়িত্বে ছিলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপস্) মোঃ সিদ্দিকুর রহমান এবং রাজবাড়ীর পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন।
এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং নিয়োগ কার্যক্রমে যুক্ত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে কঠোর নজরদারির আওতায় রাখা হয় বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

The post রাজবাড়ীতে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত, ২৩৯ জনের অংশ গ্রহণ appeared first on রাজবাড়ী বার্তা.

Explore More Districts