চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের সালেঙ্গা গ্রামে অবৈধভাবে কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে খেকোকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার ৫ মে বিকেলে উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা মহোদয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। মোবাইল কোর্ট পরিচালনার সময় মাটি ও ব্যবস্থাপনা আইন, ২০১০ এর বিভিন্ন ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে এই জরিমানা প্রদান করা হয়।
অভিযানে সহযোগিতা করেন শাহরাস্তি থানা পুলিশের একটি দল ও স্থানীয় আনসার সদস্যরা। মোবাইল কোর্টের এ পদক্ষেপে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং পরিবেশ ও কৃষিজমি রক্ষায় প্রশাসনের ভূমিকার প্রশংসা করেন এলাকাবাসী।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বলেন, “পরিবেশ রক্ষা ও অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাস্ত থাকবে।”
প্রসঙ্গত সরকারের পরিবেশ সংরক্ষণ নীতির আলোকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
প্রতিবেদক:মোঃ জামাল হোসেন, ৫ মে ২০২৫