মে মাসেই কেন এত গান প্রকাশের হিড়িক

মে মাসেই কেন এত গান প্রকাশের হিড়িক

২৪ সদস্যের গ্রুপ ট্রিপল এস দ্বিতীয় স্টুডিও অ্যালবাম অ্যাসেম্বল টোয়েন্টি ফাইভ প্রকাশ করবে ১২ মে। অ্যালবামে ব্যান্ডের সব সদস্যই থাকছেন। গার্ল গ্রুপ মিউভ প্রকাশ করছে ইপি মাই আইজ ওপেন ভাইড।

অ্যালবামের ‘হ্যান্ডস আপ’ শিরোনামে একটি গান প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছে।

শীর্ষ ব্যান্ড ইয়োজাইডেলও মে মাসের মাঝামাঝির দিকে মিনি অ্যালবাম নিয়ে ফিরছে। তবে অ্যালবামটি নিয়ে বিস্তারিত জানায়নি ব্যান্ডটি। ২০২৪ সালের জুলাইয়ে তাদের সর্বশেষ গান এসেছিল।

Explore More Districts