টাঙ্গাইলে বিচার বিভাগীয় কর্মচারীদের মানববন্ধন – News Tangail

টাঙ্গাইলে বিচার বিভাগীয় কর্মচারীদের মানববন্ধন – News Tangail

টাঙ্গাইলে বিচার বিভাগীয় কর্মচারীদের মানববন্ধন – News Tangail

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার বিচার বিভাগীয় কর্মচারীরা।

সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ২ ঘণ্টা টাঙ্গাইল বিচারিক আদালতের কক্ষে তালা ঝুলিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

মানববন্ধন বক্তব্য রাখেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আবু বক্কর প্রমুখ।

বক্তারা বিচার বিভাগের জন্য মহামান্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, অধস্তন আদালত ও ট্রাব্যুনালের সহায়ক কর্মচারীদের বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদান, বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবি জানান। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি পালন করার কথাও জানান বক্তারা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts