মাঠে নেই, কিন্তু আলোচনায় আছেন। নেইমারকে ভুলে যাওয়ার আসলে কোনো উপায় নেই। তিনি চোট পেলে সেটা খবর, চোট থেকে ফিরে এলেও। আর এই চোটে পড়া আর ফিরে আসার মাঝে যে সময়, তখন আলোচনা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। এই প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ হচ্ছে, এই জোড়া লাগছে। বিচ্ছেদ আর জোড়া লাগার মাঝে আবার অন্য নারীতে মজেও আলোচনায় নেইমার। এভাবেই কাটছে তাঁর জীবন।
ব্রাজিলের সর্বকালের সেরাদের একজন হয়ে ওঠার আভাস দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু হয়েছিল। সেরাদের একজন হয়েছেন। নিজের সময়ের তো অবশ্যই। তবে সর্বকালের সেরা হয়ে ওঠার মতো কিছু আসলে এখনো করতে পারেননি। তবু এই ব্রাজিল দলে ৩৩ বছর বয়সী নেইমার যেন সবেধন নীলমণি। হ্যাঁ, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া কিংবা রদ্রিগোরা এসেছেন, ভালোও করছেন। কিন্তু কেউ নেইমার হয়ে উঠতে পারেননি।

